মেশিন রিডেবল পাসপোর্ট অনলাইন নির্দেশিকা'২০১৫ মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) অনলাইন আপ্লিকেশনের আগে অনুগ্রহ করে অনলাইন ফরম পুরণ করার পূর্বে নিম্ন লিখিত নিয়মাবলী ভালোভাবে পড়ুন। MRP কি? MRP হচ্ছে এমন একটি পাসপোর্ট যাতে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য এমনভাবে ছাপানো হয় যা খালি চোখে পড়া যায় এবং একই সাথে এতে রয়েছে একটি “মেশিন রিডেবল জোন” যা পাসপোর্ট বহনকারীর ব্যক্তিগত সকল তথ্যবিবরণী ধারণ করে। শুধুমাত্র নির্দিষ্ট কম্পিউটারের মাধ্যমে আন্তর্জাতিক সীমানাসমূহে এই তথ্যাবলী পড়া যায়। পাসপোর্টধারীর তথ্যগুলো এমন ভাবে প্রিন্ট করা থাকে যেন তা খালি চোখেও পড়া যায়, আবার একই সাথে মেশিন রিডেবল জোনে এমন ভাবে ছাপা থাকে, একটি বিশেষ যন্ত্রই শুধু তার পাঠোদ্ধার করতে পারে। আবেদনকারীর স্ব-শরীরে পাসপোর্ট অফিসে হাজির হতে হয়। MRP আগের চেয়ে ভিন্ন কেন? # আবেদনকারীর ছবি, আঙুলের ছাপ এবং স্বাক্ষর ডিজিটাল ফরমেটে সংগ্রহ করা হয় # অনুমোদন পদ্বতি ইলেকট্রনিক # কেন্দ্রীয় পারসোনালইজেশন # তৎক্ষনাৎ মনিটরিং ব্যবস্থা # আপটুডেট রিপোর্টিং ব্যবস্থা # অনলাইন অ্যাপ্লি...